হেমন্তের সকাল ।। প্রশান্ত কুমার মন্ডল

 


ভোর না হতে শীতল হাওয়া
লাগছে বেশ গায়ে
পুব আকাশে সূর্যি মামা
উঠছে রাঙা পায়ে।

শিশির কণা ঘাসের বুকে
আঁখি মেলে বেশ
সোনালী  শীষ সবুজ ধানে
শোভার নেই  শেষ ।

পুকুর খালে লাল শাপলা
রঙিন হয়ে  ফোটে
ফুল তুলতে সাঁতার  কেটে
চাষির ছেলে ছোটে।

শিউলি ফুল গাছের তলে
বিছিয়ে আছে ঝরে
টুপ টূপ টুপ গাছের থেকে 
শিশির ফোঁটা পড়ে।

নরম আলো ছড়িয়ে  যায়
দূরের থেকে  দূরে
হেমন্ত  দিনে মিষ্টি  ছোঁয়া 
জাগে প্রকৃতি জুড়ে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।