ভোর না হতে শীতল হাওয়া
লাগছে বেশ গায়ে
পুব আকাশে সূর্যি মামা
উঠছে রাঙা পায়ে।
শিশির কণা ঘাসের বুকে
আঁখি মেলে বেশ
সোনালী শীষ সবুজ ধানে
শোভার নেই শেষ ।
পুকুর খালে লাল শাপলা
রঙিন হয়ে ফোটে
ফুল তুলতে সাঁতার কেটে
চাষির ছেলে ছোটে।
শিউলি ফুল গাছের তলে
বিছিয়ে আছে ঝরে
টুপ টূপ টুপ গাছের থেকে
শিশির ফোঁটা পড়ে।
নরম আলো ছড়িয়ে যায়
দূরের থেকে দূরে
হেমন্ত দিনে মিষ্টি ছোঁয়া
জাগে প্রকৃতি জুড়ে।