বন্ধু, আমার বন্ধু সকল
বল না ওরে, একবার বল--
তোরা কি আমারে গেছিস ভুলে?
ডাকিস না, দেখিস না চোখ তুলে!
মনে পড়ে না সেই সব স্মৃতি- অতীত
মনে কি জাগে সেই বাল্য সংগীত।
আমাদের অভিযান, দুষ্টুমিগুলো
মাখছে কি তাহলে অবহেলার ধূলো।
কে কোথায় কি করিস ক্যামনে?
গেছিস তোরা কতটা পিছে - সামনে?
আমারে না হয় ভুললে ভুলো
হানা দেয় না কি মনে স্মৃতিগুলো।
সেই সে স্কুল, খেলার মাঠ, চলার পথ
নিত্য অনিন্দ্য তেমনি তো আছে অবিরত,
স্কুলের টিফিন পিরিয়ডে খেলাধুলা জমপেশ
আমার তো মনে আছে এখন চলন্ত বেশ।
কই? কখনও তো নিলি না খোঁজ,
বন্ধু বলে তখন পাগল করতি রোজ রোজ!