তোরা কি আমারে গেছিস ভুলে ।। মো. তৌহিদ বিন সুলতান


বন্ধু, আমার বন্ধু সকল
বল না ওরে, একবার বল--
তোরা কি আমারে গেছিস ভুলে?
ডাকিস না, দেখিস না চোখ তুলে!

মনে পড়ে না সেই সব স্মৃতি- অতীত 
মনে কি জাগে সেই বাল্য সংগীত। 
আমাদের অভিযান, দুষ্টুমিগুলো
মাখছে কি তাহলে অবহেলার ধূলো। 

কে কোথায় কি করিস ক্যামনে?
গেছিস তোরা কতটা পিছে - সামনে?
আমারে না হয় ভুললে ভুলো
হানা দেয় না কি মনে স্মৃতিগুলো।

সেই সে স্কুল, খেলার মাঠ, চলার পথ
নিত্য অনিন্দ্য তেমনি তো আছে অবিরত, 
স্কুলের টিফিন পিরিয়ডে খেলাধুলা জমপেশ 
আমার তো মনে আছে এখন চলন্ত বেশ।

কই? কখনও তো নিলি না খোঁজ,
বন্ধু বলে তখন পাগল করতি রোজ রোজ!


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।