হেমন্তে পাই মউ মউ মউ পাকা ধানের ঘ্রাণ,
সেই খুশিতে ভরে ওঠে সবার মন-প্রাণ।
হাওয়ার দোলায় দোদুল দোলে পাকা ধানের শীষ,
বুলবুলিতে ধান খেয়ে দেয় মিষ্টি মিহি শিস।
ধানের ক্ষেতে গর্ত করে ইঁদুর বাঁধে ঘর,
গোছা গোছা ধান কেটে নেয় সারাটা রাতভর।
কৃষক বানায় কাকতাড়ুয়া, তাড়ায় পাখি, কাক-
কাকতাড়ুয়ার গায়ে বসে চড়ুই পাখির ঝাঁক।
রাতের বেলায় লাঠি হাতে কৃষক তাড়ায় চোর,
চোরে যদি ধান কেটে নেয়, বাড়বে বিপদ ঘোর।
কখনোবা শত্রুরা দেয় পাকা ধানে মই,
এ নিয়ে হয় সালিস এবং বিস্তৃত হইচই।
পাকা ধানের মিঠা ঘ্রাণে বিমোহিত গাঁও,
নবান্নের উৎসব আর হালখাতাটা ফাও।