সবুজের হাতছানি শরতের নীলে
শাপলা শালুক দোলে হাঁসেদের বিলে
মাঠজুড়ে ধান খেত কৃষকের বুক
আপ্লুত করে তোলে উড়ন্ত চিলে।
নদীতীরে কাশফুল বলাকার ঝাঁক
কচুপানার হাসিতে পুলকিত মন
যমুনার কূলঘেঁষে এলোমেলো বাঁক
আনন্দে নেচে ওঠে হৃদয়ের বন।
আমাদের মাচানের বরবটি ঝিঙে
দোয়েলের সাথে নাচে ময়না ও ফিঙে
চাষিদের দোলে মন সবুজের সাথে
লালশাক পুঁইশাক লাউ সিম মিলে।
অগ্রহায়ণ মাসেতে কৃষকের মনে
সোনাধান উঠে এসে বাড়ির উঠোনে
দূর করে দিয়ে সব কষ্টের দহন
সুখের নহর বহে তৃষ্ণার্ত দিলে।