আট ফাল্গুন ।। নিরঞ্জন মনি বিশ্বাস


আট ফাল্গুন


আটই ফাল্গুন বছর ঘুরে এলো পরে
ভাষা শহীদ ভাইয়ের কথা শুধুই মনে পড়ে।
শিমুল পলাশ  কৃষ্ণচূড়ার শাখে শাখে
ফুল ফোটেছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে।
এমন  দিনে সালাম বরকত নেই আমাদের মাঝে
আছে কেবল তাদের স্মৃতি  হৃদয় খাতার ভাঁজে ।
রক্তে ভেজা ভাইয়ের স্মৃতি বর্ণমালা
নেই তুলনা বিশ্বে এমন রুপ উজ্বালা।
বিশ্বে পেলো স্বীকৃতি সে বাংলা মায়ের ভাষা
সেই ভাষাতে নিত্য বুনি স্বপ্ন এবং আশা ।
কোকিল ডাকে কুহু কুহু কিষানে গায় গান
মায়ের ভাষা ভালোবাসা জুড়ায় সবার প্রাণ।
পতপত করে উড়ছে ওই লাল সবুজের নিশান
সেই নিশানে গায় যে শোনো শহিদের জয়গান ।


খোকার স্বপ্ন


দূরের আকাশ পাড়ি দেব
জ্ঞানের ভেলা নিয়ে
চাঁদ তারকা কোথায় থাকে
দেখবো দুচোখ দিয়ে।

খোকার মনে স্বপ্ন হাজার
হয় না কভু শেষ
দেখবে আরো কোথায় আছে
রাজ কন্যার দেশ।

পঙ্খিরাজ  ঘোড়ায় চড়ে
দেখবে রাক্ষসপুরি
খোকার মনের সাধ মিটাবে
বিশ্ব ভুবন ঘুরি।


 নাম ঃ নিরঞ্জন মনি বিশ্বাস
সভাপতি: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দৌলতপুর ইউনিয়ন শাখা।
ঠিকানাঃ  গ্রাম/পোষ্ট: দৌলতপুর, উপজেলা: বিশ্বনাথ, জেলা: সিলেট, ৩১৩২। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।