গোলাপ মাহমুদ সৌরভের চারটি ছড়া


মামার বাড়ি  

আজকে খোকন বড্ড খুশি 
যাবে মামার বাড়ি, 
ছোট মামা কিনে দিবে 
মায়ের জন্য শাড়ি। 
মিষ্টি হেসে খোকন বলে 
আর সহে না দেরি, 
ছোট মামার কুলে বসে 
দেখবো টমেনজেরি।
খোকন হাঁটে আগে আগে 
মায়ে একটু পিছে, 
পা পিছলে পড়লো খোকন 
দেখে হাঁটে না নিচে।


বগী ও পুঁটি

খুঁটির উপর বসে বগী
খুঁজে পুঁটি মাছ, 
চুপটি করে থাকে বসে 
দেখে পুঁটির নাচ। 
বগী তাকায় এদিক ওদিক 
তীক্ষ্ণ প্রখর চোখে, 
পুঁটি লুকায় ওঝা বনে 
চলে এঁকেবেঁকে। 
বগী বড়ো আশায় থাকে 
একটি যদি পাই,
চালাক পুঁটি দেয় না ধরা
বগীর কপালে ছাই। 
সাদা পালক বগীর গায়ে
লম্বা তাহার ঠোঁট, 
বড্ড রেগে বলে বগী
নষ্ট হলো মুঠ।


শিয়াল ও মুরগী 

শিয়াল পণ্ডিত পরবে ধরা 
আসবে যখন ঘরে, 
উত্তম মাধ্যম খাবে শিয়াল 
বুঝবে মজা পরে। 
চুপিচুপি শিয়াল পণ্ডিত 
মুরগী চুরি করে, 
খপ্পর মেরে দৌড়ে পালায়
গলায় চেপে ধরে। 
শিয়াল পণ্ডিত অধিক চালাক
রোজ নাহি আসে, 
একেক বাড়িতে শিকার করে 
নিয়ম করে মাসে। 
শিয়াল পণ্ডিত মুরগী খেলো 
বাড়ির ঝুপড়ি ঝাড়ে, 
মুরগির মালিক বুঝতে পেলো 
মুরগী যখন ছাড়ে।


বড্ড অলস

সকাল হলো খোকন সোনা 
খুলো তোমার আঁখি, 
বড্ড ঘুম চোখে আমার 
কিছু নাহি দেখি। 
সকাল হলে অলস হও
এতো ঘুম চোখে, 
দাঁত ব্রাশ করে আসো
পানি দাও যে মুখে। 
আম্মু তুমি মজার ঘুম 
দিলে যে নষ্ট করে, 
খোকন তুমি বড্ড অলস
ডাকছি ঘণ্টা ধরে। 
সকাল হলো পড়তে বসো
এখনো আছো শুইয়ে, 
স্কুলে যাবার সময় হলো
আসো হাত-মুখ ধুয়ে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।