সুখ ।। অয়ন্তিকা বিশ্বাস



জীবনকে দেখার জন্য নিজের চোখকে নিজে সাজাতে হয়।জগতে বহুরকম আক্ষেপ,অতৃপ্তি যেমন আছে,তার চেয়েও বহুগুনে সুখ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খলভাবে আন্দোলন করে বেড়াচ্ছে। চোখের কাজ এটুকু যে চোখটিকে একটুখানি একটিবার ওই সুখের কাছে নিয়ে যাওয়া। রাস্তায় দাঁড়িয়ে কোন এক পথিকের হাতে লাল গোলাপ এক নিরিখে দেখা,কারো চোখে কিছু পাওয়ার কান্না দেখা। সবথেকে ম্যাজিকটি হচ্ছে একটি সুখী দৃশ্য একবার দেখলে শত শত সুখকর সংবাদ চোখের মধ্যে ভীড় করে। এ কথাগুলো বলা প্রথমত সহজ।দ্বিতীয়ত,বাস্তবে রূপ দেওয়া কঠিন। তারচেয়েও কঠিন এটাকে ধরে রাখা। কারণ আশেপাশে নেতিবাচক জিনিসে ছেয়ে গেছে সব।

একটা সুন্দর বাক্সে এ সুখগুলো জমাই চলুন। তারপর একদিন সুখের আন্দোলন করা যাবে। এইতো সামনে বসন্ত।
বসন্তে একটু সুখ উৎসব হোক চলুন!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

পড়তে ক্লিক করুন

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।