জীবনকে দেখার জন্য নিজের চোখকে নিজে সাজাতে হয়।জগতে বহুরকম আক্ষেপ,অতৃপ্তি যেমন আছে,তার চেয়েও বহুগুনে সুখ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খলভাবে আন্দোলন করে বেড়াচ্ছে। চোখের কাজ এটুকু যে চোখটিকে একটুখানি একটিবার ওই সুখের কাছে নিয়ে যাওয়া। রাস্তায় দাঁড়িয়ে কোন এক পথিকের হাতে লাল গোলাপ এক নিরিখে দেখা,কারো চোখে কিছু পাওয়ার কান্না দেখা। সবথেকে ম্যাজিকটি হচ্ছে একটি সুখী দৃশ্য একবার দেখলে শত শত সুখকর সংবাদ চোখের মধ্যে ভীড় করে। এ কথাগুলো বলা প্রথমত সহজ।দ্বিতীয়ত,বাস্তবে রূপ দেওয়া কঠিন। তারচেয়েও কঠিন এটাকে ধরে রাখা। কারণ আশেপাশে নেতিবাচক জিনিসে ছেয়ে গেছে সব।
একটা সুন্দর বাক্সে এ সুখগুলো জমাই চলুন। তারপর একদিন সুখের আন্দোলন করা যাবে। এইতো সামনে বসন্ত।
বসন্তে একটু সুখ উৎসব হোক চলুন!