বীরাঙ্গনা ।। তাপস কুমার বর


       পরিবেশটা আজ যেন নির্জন। মণিমালা একা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখন ঘড়িতে সময় পৌনে আটটা বাজে। রাস্তার চারিদিকে ঝাউ ও লতা গুল্মে ভরা। হঠাৎ বদমেজাজি কয়েকটি মদ‍্য পান ছেলে মণিমালাকে ধাওয়া করতে শুরু করলো। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে না পেরে,.....

   "বাঁচতে দাও, কাকুতি মিনতি চললো,
       হিংস্রদের জিভ লক লক করছে শিকারী পেয়ে!"
- সেদিন রাতে মণিমালা, ছেঁড়া বস্ত্র ও মুখে নখের আঁচড় নিয়ে মামা বাড়িতে ফিরেছিল,.....
     "হায়রে কপাল, আমি ধর্ষিতা বলে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল"।
- সারাদিন না খেলে মণিমালা বাইরে একটা বটগাছের তলায় রাত কাটালো। পরদিন সকালে গ্রামের মানুষ জন "মণিমালা"কে গ্রামে রাখতে চায়না। মণিমালা গ্রামে থাকলে পাড়ার মেয়ে-বউরা নোংরা হয়ে যাবে,.....
   " আজ এই আধুনিক সভ‍্যতায় দাঁড়িয়ে মণিমালা চিৎকার করে বলতে চায়, মনের বুকফাটা কষ্ট গুলোকে, সমাজ সেই কথাগুলো কি মেনে নেবে?"
- মণিমালা এখন রাস্তায় ঠিক মতো হাঁটতে পারেনা,....
    "ওই দেখ, একটা ধর্ষিতা যাচ্ছে, লজ্জা সরম কিছু নেই।"
- আজ যারা মণিমালার মতো কত শত শত মেয়ের জীবন ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে, তাদের নিয়ে সমাজ কিছু বলেনা কেন? এটা কি পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য চলছে? সমাজের চোখে মণিমালা আজ,....   
      "একটা পাপ, যাকে ছুঁলে হাজার হাজার ধর্ষিতার জন্ম হবে।"
- সমাজ থেকে মণিমালা আজ অনেক দূরে, এখন বারাঙ্গনা পল্লী মণিমালার আশ্রয়স্থল। জীবনটা এখন শুধু ধুঁকছে,.....
     "নিশুতির অন্ধকারে কষ্টের জঙ্গালে চিৎকার করে মরে, জীবন তুমি এতো কষ্ট দিয়ে দিয়ে, কেন বাঁচিয়ে রেখেছো নরকে!"
- কত অর্থ প্রাচুর্য‍ মণিমালার যৌবনে লুটিয়ে পড়ে। কিন্তু মণিমালা তো এই রকম জীবন চায়নি। সে সত‍্যিকারের একটা ভালো মানুষ হতে চেয়েছিল। তার মা ও বাবাকে দেওয়া কথা সে রাখতে পারলো না,....
   "মণি, তুই সমাজের ওই দরিদ্র মানুষগুলোর পাশে থাকিস, ওদের কেউ নেই রে মা। এতোদিন আমি ছিলাম, এর পর সব দায়িত্ব তুই নিসরে মা"।
- ঘরের জানালার পাশে বসে বাবার কথাগুলো মনে পড়লে "দু'চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মণিমালার"! আজ তার জীবন একটা নোংরা বস্তিতে....
  "যৌবনের খেলাতে ধুঁকে ধুঁকে মরছে"।
         °°°°°°°°°°°°

(বীরাঙ্গনা ।।  তাপস কুমার বর)
ঠিকানা-
গ্রাম- সাগর কৃষ্ণনগর, পোঃ- সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৭৩।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।