ঘড়ির উপর ছুটছে ইঁদুর
হিকরি ডিকরি ডক।
ঘড়ির তলায় ইঁদুরের দৌড়
হারিয়ে জেতার ছক।
কে কাকে হারবে আর কে জিতবে
সে সব পরের কথা
দৌড়ানো শিখতে দৌড়তে হবেই
যতই পাও হে ব্যথা।
পিছিয়ে পড়লে মানবে না কেউ
তাকায় ঘড়ির দিকে
হিকরি ডিকরি ইঁদুর হয়েছে
আর সব হয় ফিকে।
ছকের বাইরে ছকের ভেতরে
ছক করে চকচক
চলো হে ও ভাই, আরও দৌড়াও
হিকরি ডিকরি ডক।