ভোরের কাছাকাছি সূর্যও ওঠেনি
এরইমধ্যে কালো মেঘের হাতছানি
ঝুপঝুপ শব্দে ঝরা বৃষ্টির দাপট
বন্ধুরা নানা জোড়ে হেঁটে চলে
কারও সঙ্গে সঙ্গীনীরা টিপ্পনি ছুঁড়ে
কখনো জোরে কখনো হাল্কা চালে
সংসার যাপনের খুনসুটি ছড়িয়ে
সকলের নিজস্ব পঙতিমালায়
শাদা মেঘের আনাগোনার শেষ ধারা
সূর্য রশ্মি ছুটে আসে পাতায় পাতায়
ঘরে ফেরার সময় উন্মুক্ত হয় আর
শীতল বাতাসের ফল্গু ঘরে ঢোকে