কোথায় আমার মন ভুলানো রাখাল বাঁশীর সুর
কোথায় আমার সূর্য রাঙা কোকিল ডাকা ভোর।
কোথায় আমার শাপলা শালুক-ডিঙি নায়ের পাল
কাক ডাকা ভোর, ঘর ছাড়া ওই কৃষক ভাই'য়ের হাল।
কোথায় আমার মাঝি ভাইয়ের মন উদাসী গান
কোথায় আমার সোনালী আশ -সোনা ঝরা ধান।
কোথায় আমার কিশোর বেলা, আম কুড়ানোর দিন
হারিয়ে গেছে নাটাইটা ও ঘুড়িটা রঙিন।
কোথায় আমার সাঁতার কাটা উদাস দুপুর বেলা
আদুল গাঁয়ে বটের মূলে ডানপিটে'দের মেলা।
কোথায় আমার পুতুল বিয়ে, শাড়িটা রঙিন
মায়ের হাতে পিটনি খেয়ে ঘর পালানোর দিন।
কোথায় আমার বউচি খেলা দাড়িয়াবান্ধা কোড
বাবার হাতে আদর মাখা এক টাকার ওই নোট।
কোথায় আমার দোয়েল শ্যামা পাখপাখালির ডাক
আহা! সেদিন পরলে মনে হ্রদয়টা হয় খাঁক।
আবুধাবি, দোবাই।