হারিয়ে গেছে সব ।। মাঈনুদ্দিন মাহমুদ

 

কোথায় আমার মন ভুলানো রাখাল বাঁশীর সুর
কোথায় আমার সূর্য রাঙা কোকিল ডাকা ভোর।
কোথায় আমার শাপলা শালুক-ডিঙি নায়ের পাল
কাক ডাকা ভোর, ঘর ছাড়া ওই কৃষক ভাই'য়ের হাল।
কোথায় আমার মাঝি ভাইয়ের মন উদাসী গান
কোথায় আমার সোনালী আশ -সোনা ঝরা ধান।
কোথায় আমার কিশোর বেলা, আম কুড়ানোর দিন
হারিয়ে গেছে নাটাইটা ও ঘুড়িটা রঙিন।
কোথায় আমার সাঁতার কাটা উদাস দুপুর বেলা
আদুল গাঁয়ে বটের মূলে ডানপিটে'দের মেলা।
কোথায় আমার পুতুল বিয়ে, শাড়িটা রঙিন
মায়ের হাতে পিটনি খেয়ে ঘর পালানোর দিন।
কোথায় আমার বউচি খেলা দাড়িয়াবান্ধা কোড
বাবার হাতে আদর মাখা এক টাকার ওই নোট।
কোথায় আমার দোয়েল শ্যামা পাখপাখালির ডাক
আহা! সেদিন পরলে মনে হ্রদয়টা হয় খাঁক।

আবুধাবি, দোবাই। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।