কখনো তোমার চোখে পড়তে পারে ।। তাপস রায়

 

এক চুপ চরাচরের পাশে এসে বসি। বিকেল ক্ষয়ে যাচ্ছে
তার মুখরতা চাই, কে তাকে সমর্থন দেবে! যেহেতু
হাওয়াও চুপচাপ, গাছের পাতারা দুরন্ত অস্থিরতা চেপে আছে
এই দিকে রেললাইন শান্ত, সুর জানে, শেষ ট্রেন কবে চলে গেছে
মনে পড়ছে না তার, জলকণা বুকে করে খানিকটা উঁচু থেকে
সাদা মেঘ টের পেতে চাইছে মাটির তৃষ্ণা, যদি নৃত্যরতা নেমে আসে
                                                তেমন শব্দ করবে না, ঘুঙুর খুলে রাখছে আজ

যেসব অক্ষর মুখর হয়েছে এতদিন সাদা পাতার উপরে, এরকম নির্জনতায়
তারাও মানিয়ে নিয়েছে নিজেদের, আমি কতদিন দেখেছি ক্যালেন্ডার থেকে
না নেমে দিনগুলি শেষ রাতে ঘুমিয়ে পড়েছে সেখানেই, আর হাঁ করে তাকিয়ে থাকা
                                                নদীর স্রোতের কথা তোমাকে কী বলব


তাপস রায়
৫৫৩, পি মজুমদার রোড
কলকাতা-৭৮

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।