আমি তুমি পুড়ি || রফিকুল ইসলাম মানিক

 


বড্ড বেশি পোড়ার ইচ্ছে জেগেছিল বলেই আসক্ত হয়েছি তুমি নামক নেশায়। 
নিকোটিন আমাকে পোড়াতে পারেনি একটুও ওর সাথে সখ্যতা মেলাদিনের।
এইতো সেদিন তুমি এলে অথচ মনে হয় তোমার আমার সম্পর্ক শতো জন্মের।
রোজ নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যা রাতে মিষ্টি কষ্টের আগুনে পোড়াও নিয়ম করে এতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। 
নিত্য নতুন কষ্টের ফন্দি তোমার মগজে খেলা করে ঠিক আমি যতটা পুড়ি তুমি পুড়ো ঢেরবেশি। 
এই যে আমি মন্দবাসি এটাকে তুমি ভালোবাসো অথচ এটাই আমাদের নিয়তি। 
নিজেদের নিয়তির কাছে শপে বসে বসে কষ্টের ঢালা সাজাই গন্ধরাজ ফুলের সুঘ্রাণে মাতাল হই  ক্রমেই নেশা মাত্রা বাড়ে।
তুমি আমি এক ও অভিন্ন হয়ে উঠি।
জাগতিক সুখ ঠেলে আমরা কষ্ট কে আলিঙ্গন করে আমৃত্যু পাশে থাকার ইস্পাত কঠিন শপথ নেই।  
না থাকা জুড়ে তোমার বসতি হৃদয়ে এ নেশায় মত্ত থেকে জীবন কাটুক
সুখের অসুখে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।