বিমূর্ত চাবি এবং আনন্দ ভূবনে ।। সৈয়দ সময়

 

বিমূর্ত চাবি  ।।  সৈয়দ সময় 


চাবি টা সমুদ্রে পড়ে গেছে 
ওহাতে পাইনি খুঁজে চাবি 
দুই হাতের উর্ধ্বতা খুব নয় । 

কি ভাবে সম্ভব 
অঙ্গবিহীন সাঁতারে শুধু মনে
আঘাতে ক্ষত হয় অনিয়ম । 

ওদিকে বাড়ি ফেরার তাড়া আছে 
ওর অবুঝ স্বপ্নগুলো সাজিয়ে রাখতে 
ঘরে ঢুকা জরুরি  । 

১০  অক্টোবর ২০২৩
নেত্রকোনা । 


আনন্দ ভূবনে ।।  সৈয়দ সময় 


বললেই ভালোবাসা হয় না
তাতে কি 
তাই বুঝলেই বলা হয় না আর  । 

লাখো মন ভরে আছে এই মনে
লক্ষ্য আছে তার 
মানুষরে ভালোবেসে অপার আনন্দ এই প্রাণে  । 

১০ অক্টোবর ২০২৩
নেত্রকোনা  । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।