কতটা পথ পেরুলে ঠিক গন্তব্যে যাওয়া হবে
কতটা মেঘ জমলে অঝোর ধারায় বৃষ্টি মানবে
কতটা পাতা ঝরলে নতুন পল্লব জন্মাবে
কতটা বসন্ত অতিক্রম হলে আত্মপরিচিতি হবো।
কতটা রাত নির্ঘুম কাটালে কবি হওয়া যায়
কতটা শব্দ মিলিত হলে কবিতারা পূর্ণতা পায়
কতটা দূরে গেলে,ঠিক কতটা দূরে গেলে ফেরা অসম্ভব।