আর ক'দিন পর আসবে?
কেন জানিনা তুমি আর ছেলেবেলার মতো নেই....
সে সময় একটা টিনের পিস্তল, কাগজের বারুদ,
আর ঝাল চানাচুরের স্বাদে একটা বড় তৃপ্তি লাভ হতো।
তুমিও ...
এখন আগের মতো নেই,
রাতের ঢাকের তালে আরতিক্ ও নেই।
এখন গগন বিদারী ইলেকট্রনিক শব্দ যন্ত্রে
যেন মানুষের হাড় পাঁজর ভেঙ্গে
তরতাজা হৃদপিন্ডকে বের করে নিয়ে আসো।
পূজা!
তুমি আসলে মন্দির পুড়ে যায়,
মূর্তির অকাল বিসর্জন দিতে হয়।
"এখন মন্দির পুড়লেও নগর এড়ায়"।
অনেকটা উদ্বেগ নিয়ে কেটে যায় ।
আদরের পূজা
তবুও তোমার আসার অপেক্ষায় থাকি ।
কাঙাল পূজারী হয়ে।
০৭-১০-২০২৩
সরকার পাড়া, ঠাকুরগাঁও।