জলবিভাজিকা এবং ঘটনাস্রোত ।। এম এ ওয়াজেদ





নূপুরের মৃদু শিঞ্জন ধ্বনি 
বনমক্ষিকার দন্তাঘাতে দিক হারায় 
খোঁজ করে দেবদারু বৃক্ষের পরকীয়া স্পর্শ 
ভাগ্যবিড়ম্বনার পণ্যশালায় দ্বিধাগ্রস্ত ধ্বংসতিলক 
প্রতিক্রিয়ার প্রগতিবিরুদ্ধ আচরণে 
সর্বগ্রাসী বিশৃঙ্খলার শুষ্ককরণ দৃশ্যমান ৷

কাণ্ডজ বৃক্ষ ছেয়ে গেছে বিশেষত্বহীন পরগাছায় 
মৌলিকতার আদিপাঠ অবিন্যস্ত চেতনাহীন 
জটিল বর্গমূলের খণ্ডিত দরপতন 
ব্যঞ্জনবর্ণের অসুস্থ লকারে 
সীমা লঙ্ঘনের সরীসৃপ জাবর কাটে ৷

সৌভাগ্যের সরপুঁটি পান করে বিষাক্ত হেমলক
কমলিনীর উৎপল মাংসল দেহ লম্পটের দখলে
কাণ্ডহীন বীরুৎশ্রেণির জর্জরিত মানব সত্তা
ঘটনাস্রোতের জলবিভাজিকার সাক্ষাৎ ফটোগ্রাফ 
নগরসভ্যতার চিত্রপ্রতিলিপি 
দ্রুতধাবী প্রদোষকালে সহসা দ্রবীভূত হয় ৷

এম এ ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post