শরতেও বর্ষা নামে অধরা ।। শুভজ্যোতি মন্ডল মানিক


শরতেও বর্ষা নামে অধরা!
অভিমানে মুখ ভার করে নীলাকাশ,
যতোটা আলো ঝলমলে ততোটাই বেদনা;
হয়তো কোন গভীর দুঃখ পোষে আমার মতো!
ক্ষণে ক্ষণে ঝরে কান্না।

গাঢ় নীলের বুকে পাল তুলে মেঘের ঘুরে
বেড়ানো দেখে শরতকে মনে হয় কতো সুখী!
শুভ্রকাশ বন,নদীর তটে বালুচরে ঘোরাঘুরি;
এতো রঙ!তবুও মলিনতায় ভেসে বুকে ধরে 
মেঘজমা চাপা ব্যথা।

রাতের আকাশে রুপালি চাঁদ,
বাতাসে ভর করে শিউলী ফুলের গন্ধ;
ঝিঝি পোকার গান থামে হঠাৎ বর্ষায়।
হয়তো প্রেয়সির কথা মনে পড়ে বারংবার!
শরতেও বর্ষা নামে অধরা!

শুভজ্যোতি মন্ডল মানিক(শিক্ষক), মোড়েলগঞ্জ-বাগেরহাট,

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।