শীতকাঁপুনি কাকে বলে?
কত প্রকার? কি? কি?
গাঁও-গেরামে থাকে যারা
বুঝতে পারে ঠিকই।
গাঁও-গেরামে সবুজ বেশি
শীত পড়ে কনকনে,
সাত-সকালে নাড়ার আগুন
উষ্ণ ও গনগনে।
রাতের বেলায় শীতকাঁপুনি
হাঁড় কাঁপে ঠকঠক,
সূ্য্যিমামা তাপদাহতে
লাগিয়ে রাখে "লক"।
----------
ঠিকানা-
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ।