শীতকাঁপুনি ।। বদরুল বোরহান




শীতকাঁপুনি কাকে বলে?
কত প্রকার? কি? কি?
গাঁও-গেরামে থাকে যারা
বুঝতে পারে ঠিকই। 

গাঁও-গেরামে সবুজ বেশি 
শীত পড়ে কনকনে,
সাত-সকালে নাড়ার আগুন
উষ্ণ ও গনগনে। 

রাতের বেলায় শীতকাঁপুনি
হাঁড় কাঁপে ঠকঠক, 
সূ্য্যিমামা তাপদাহতে
লাগিয়ে রাখে "লক"।
        ----------
ঠিকানা-
জাপান গার্ডেন সিটি 
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post