পৃথিবীতে এমন কারো অস্তিত্ব নেই ..
যারা তিনবর্ণের একটি শব্দের স্বাদ
গ্রহণ করেনি এবং করবেনা আগামীতে।
বৃক্ষের ফল কি থাকতে পেরেছে
পাতার আড়ালে! মাছ কি থাকতে পারে
জলের গভীরে চিরকাল!
' ঝরাপাতার আস্বাদন গ্রহণ করতেই হবে '
এই নিরেট সত্যটুকু মানতে চায়না পোশাকি পীর,
শুধু ক্ষমতা চায়, চায় রাজ দরবার চির অমলিন।
আমি বিশ্বাস করি,
রৌদ্রের ছোঁয়ায় শিশিরের মৃত্য ঘটে
তাঁর ডাক এলেই মানতে বাধ্য
তিন বর্ণের একটি শব্দ ' বিদায় '।
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩।