এ বন্ধু,
আমার ফোন কি নষ্ট রে
আজ কত বছর হয়ে গেল
মা ফোন দেয় না !
আমার মা আমাকে ফোন দিয়ে বলবে,
বাজান, ও বাজান, বাজান রে
আমি বলব, ওমা, মাগো!
মা আমারে বলবে, ও বাজান,
আমি তোর জন্য রান্না করেছি
তুই আয়
ঘরে এসে খাবি ।
আমি এক দৌড়ে গিয়ে মার কাছে যাব
মায়ের কাছে গিয়ে
মাকে বলবো
মা তুমি কি রান্না করেছো
মা, আমারে বলো না?
পাগল ছেলে
দেখ তোর জন্য
কত কিছু রান্না করেছি ।
গরুর মাংস, মুরগির মাংস, আরও কত কিছু ।
আমি খাব আর বলব
মা অনেক স্বাদ হয়েছে ,
অনেক স্বাদ হয়েছে।
কত বছর চলে গেল
আমি মাকে মা ডাকতে পারছি না।
মায়ের কথা মনে পড়লে,
গলার নিচে ভাত নামে না ।