তিনটি কবিতা ।। নিঘাত কারিম


পুড়ছি

দুচোখে দুটো নদী এঁটে দিয়ে বললে
এবার লোনা জলে ডুবে যাও
আমি যে ডুবতে জানি না
ভাসতে জানি ভাসাতে জানি।
আমার অধরে ঝিলিক দিয়ে যায়
রোদ্দুর, দুচোখের কমনীয়তার জ্বলন্ত ঘৃণা।

সেই থেকে শুধু পুড়ছি আর পুড়ছি‌।

১লা ফেব্রুয়ারি ২০২৪


জলের সংসার

আমাদের জীবনে শুধু একটাই গল্প
জলের গল্প
গর্ভজল, চোখের জল 
সংসারের অথৈ জল
বুকের ভেতরে লোনা সাগরের জল।
জলে ভাসতে ভাসতে এগিয়ে যায় কাল
জলে ডুবতে ডুবতে ভেসে উঠে সময়
আমরা এক একজন নার্সিসাস
ঝুকে থাকি নিরন্তর অস্বচ্ছ মনে 
স্বচ্ছতার সাথে 
জলের সংসারে! 

২৪ শে জানুয়ারি ২০২৪


পবিত্র উন্মত্ততা

নৈঃশব্দ্যের মাঝে অন্ধকার ছিল আমার
প্রিয়জন 
আমি শুধু তাকেই চিনতাম
শূন্যতার মাঝে খুঁজে পেতাম শূন্যতা
অতীত আমায় কাঁদায় না
ভবিষ্যত ভাবায় না
নিজের মাঝে নিজেই আমি পরবাসী
আমার হৃদয় দাঁপিয়ে ওঠে না 
কোনো জীবনের উন্মত্ততায়।
কিন্তু একদিন
নৈঃশব্দকে ভাসিয়ে দিলো
একাকীত্বকে হারিয়ে দিলো
শূন্যতা বিদায় নিলো 
নির্মোহ মায়ায় ভুলিয়ে দিলো
সৃষ্টিকর্তার এক দৈব্য ইশারা।
আর তখন থেকেই আমার হৃদয় ভেসে গেল
এক পবিত্র উন্মত্ততায়।

৩রা জানুয়ারি ২০২৩



নিঘাত কারিম
জন্ম: ১৫ই জুলাই । উত্তরা ঢাকা। বর্তমানে বাস করছেন হিউস্টন, টেক্সাস, আমেরিকা। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। Student of Software engineering , State University Texas. 
ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বিশেষভাবে জড়িত। প্রথম ছড়া প্রকাশিত হয় 'ফুলকুঁড়ি' পত্রিকায়, আট বছর বয়সে। তারপর 'বেগম', 'যায় যায় দিন'। 'গোধূলির ছোঁয়া' তার প্রথম বই। 'প্রতিবিম্বের কাছাকাছি' দ্বিতীয় বই। ‘একাদশে বৃহস্পতি’ একটি প্রিয় সংকলন বন্ধুদের নিয়ে। এছাড়াও 'ঝরাপাতার গুঞ্জন' যৌথ সংকোলন, 'বঙ-সাহিত্যপত্র' , 'প্রাণের বাংলা', 'শিশুতোষ ছড়া' এবং আরো অনেক গ্রন্থ, সংকলন ও পত্রিকায় তার কবিতা গল্প ছাপা হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে গ্রল্পগ্রন্থ 'শেষ কদম ফুল' । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।