দেখিনি কভু মুক্তিযুদ্ধ
পাক বাহিনীর অত্যাচার,
কতটা ছিল নিমর্ম আর
করেছে কত ব্যাভিচার!
দাদা,বাবা,চাচার মুখে
গল্প যখন শুনি,
চোখের সামনে যুদ্ধ সময়ের
স্বপ্নজাল বুনি।
পাক হানাদার কতটা পশু
কতটা ছিল হিংস্র!
রুখতে তাদের জড়ো হয়েছিল
নারী, পুরুষ সহস্র।
শোষণ, শাসন, বঞ্চনা মুক্ত
করতে দিয়েছে লক্ষ প্রাণ,
সম্ভ্রম আর ত্যাগের বিনিময়ে
রক্ষা করেছে বাংলার মান।
লক্ষ বীর মুক্তিযোদ্ধা
তোমরা এনেছো স্বাধীনতা,
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ
লাল সবুজের পতাকা।