প্রিয় স্বাধীনতা ।। সামসুন্নাহার ফারুক


রক্তের নদিতে নেয়ে প্রিয় স্বাধীনতা
তোমাকে পেয়েছি আমি নবান্নের গানে
শিশির ভেজা হেমন্তে হলুদ বাথানে
ফুটে আছ যেন এক রোদেলা কবিতা

বিশুদ্ধ বাতাসে দোলে রঙিন পতাকা
বায়ান্নোর দ্রোহে -প্রেমে হরিৎ জমিনে
হৃদয়ের খাঁজে খাঁজে স্বস্তি আয়োজনে
আবেগী প্রত্যয়ে লেখে বিজয়ের গাঁথা

অধিকার আদায়ের সুখের কাঁপন
বিজয় সৌরভ মেখে তুমুল উচ্ছাসে
হাসছে পাখনা মেলে পলল বাতাসে
জীবনের বিণিময়ে মুক্তি আস্বাদন

স্বাধীন বলাকা হয়ে মোহন আবেশে
উড়িতেছে আজ ওরা রমণীয় বেশে । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।