রক্তের নদিতে নেয়ে প্রিয় স্বাধীনতা
তোমাকে পেয়েছি আমি নবান্নের গানে
শিশির ভেজা হেমন্তে হলুদ বাথানে
ফুটে আছ যেন এক রোদেলা কবিতা
বিশুদ্ধ বাতাসে দোলে রঙিন পতাকা
বায়ান্নোর দ্রোহে -প্রেমে হরিৎ জমিনে
হৃদয়ের খাঁজে খাঁজে স্বস্তি আয়োজনে
আবেগী প্রত্যয়ে লেখে বিজয়ের গাঁথা
অধিকার আদায়ের সুখের কাঁপন
বিজয় সৌরভ মেখে তুমুল উচ্ছাসে
হাসছে পাখনা মেলে পলল বাতাসে
জীবনের বিণিময়ে মুক্তি আস্বাদন
স্বাধীন বলাকা হয়ে মোহন আবেশে
উড়িতেছে আজ ওরা রমণীয় বেশে ।