২৬ মার্চ স্বাধীনতা দিবস বাঙালির
সাধনার সফলতার দিন,
যুগ যুগ ধরে রবে বাংলার মানুষের
মনে হবে না মলিন।।
দামাল ছেলেরা প্রাণ দিল ভালোবাসায়
স্বাধীনতা পাবার আশায়,
বাংলার কৃষক, জেলে, ছাত্র, শিক্ষক
যুদ্ধ গেলো একই নেশায়।
সুজলা- সুফলা, শস্য-শ্যামল বাংলা
শহীদের ত্যাগের মহিমায়,
স্বাধীনতার ফুলটি আনলো শহীদেরা
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়।
মুক্তিযোদ্ধারা স্বার্থ ত্যাগ করে,
স্বাধীন করলো দেশ,
বাঙালির চেতনায় সদা স্বাধীনতা
ছিলো অনিমেষ।
পরাধীনতার গ্লাণি থেকে বাংলা হলো মুক্ত
দুখি মায়ের মুখে ফুটলো হাসি,
কবির লেখায় " আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"।
বিশ্ব মানচিত্র মাঝে বাংলাদেশ
নামটি হলো আঁকা,
স্বাধীন বাংলায় বাংলায় উড়ে আজ
লাল সবুজ পতাকা।
ফেরদৌসী খানম রীনা
ঢাকা, বাংলাদেশ।