মূল : জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
সবুজে সমৃদ্ধ হও, তুমি যখন আরোহণ করো,
ওহে পাতা, আমার কুঠুরী খুঁজে বের করো,
মাচানের উপর দিয়ে লতায় চড়ে উঁচুতে ওঠো!
তুমি প্রসারিত হও, নরম যমজ রসালো ফল,
আরো রসালো এবং সাথে আরো জাঁকজমকপূর্ণ
পাকা এবং আরো দ্রুতগতিতে!
সন্ধ্যাবেলায় তোমার উপর সূর্য ঢলে পড়ে
যখন সে বিশ্রামের জন্য ডুবে যায় এবং স্বর্গ
তোমার কানে আলতো করে ফিস ফিস করে বলবে
তার সমস্ত উর্বরতার প্রাচুর্য,
যখন চাঁদের সতেজ শীতলতা,
জাদুতে ভরপুর, কাছেই ঘোরাফেরা করে;
আর, হায়! তোমাকে সর্বদা জল দেয়া হয়
অশ্রুর স্রোতে যা বয়ে যায়
আমার চোখ থেকে অশ্রু ঝরছে কখনো থামবে না,
ভালোবাসার অশ্রু যা কিছুতেই থামানো যায় না!

শরৎ সংখ্যা ১৪৩২ বর্ণপ্রপাত ম্যাগাজিনে জগদ্বিখ্যাত কবি জোহান ভোল্ফগাং ফন গ্যেটের ”শরতের অনুভূতি” কবিতার অনুবাদ (আমার অনূদিত) প্রকাশিত হওয়ায় সম্মানিত সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
ReplyDeleteআপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Delete