বর্ণপ্রপাত শরৎ সংখ্যা ১৪৩২
সম্পাদক : জরীফ উদ্দীন
প্রচ্ছদ : মনিজা মাকসুরা
সম্পাদকীয়
শরৎ এলে প্রকৃতির এক অনন্য রূপ প্রকাশ পায়। নীল আকাশে ভেসে ওঠা সারি সারি সাদা মেঘ, নদীর ধারে দুলতে থাকা কাশফুল আর ভোরবেলার শিশিরভেজা শিউলির ঘ্রাণ আমাদের মনে করিয়ে দেয় বাংলার চিরন্তন সৌন্দর্যকে। এই ঋতুতেই মানুষের মনে জাগে নতুন আনন্দ, উৎসব আর মিলনের সুর। শরৎ যেন একদিকে শান্তি ও প্রশান্তির প্রতীক, অন্যদিকে নতুন সম্ভাবনার আহ্বান।
আমাদের এই শরৎ সংখ্যা সাজানো হয়েছে ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার আর শিল্পকর্ম দিয়ে—যেখানে প্রতিটি লেখা শরতের আলো-ছায়া, আনন্দ-বেদনা আর জীবনের রঙকে ধারণ করেছে। যা পাঠকের মন ছুঁয়ে যাবে।
আশা করি, পাঠক এই শরৎ সংখ্যায় খুঁজে পাবেন আপন মনের মতো কিছু লেখা—যা হয়তো স্মৃতি জাগাবে, হয়তো নতুন ভাবনায় আলোড়ন তুলবে। আমাদের প্রয়াস সফল হবে যদি পাঠকের হৃদয়ে এই সংখ্যার একটি লেখাও শরতের মতোই প্রশান্তি আর আনন্দ বয়ে আনে।
বরাবরের মতো পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। লেখক ও পাঠকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
পছন্দের লেখাটির ফটোকার্ড পেতে এইখানে ক্লিক করুন।
সূচিপত্র
লেখাটি পড়তে শিরোনামে ক্লিক করুন
সাক্ষাৎকার
গল্প
ভালো থেকো শিউলি ফুল ।। জরীফ উদ্দীন
ছড়া-কবিতা
ফটোগ্রাফি
